চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে “মুজিব তনয়া, বঙ্গকন্যা শেখ হাসিনা শতদীপালোকে প্রোজ্জ্বল হোক গণমানুষের চেতনা, উন্নয়ন সমৃদ্ধি মুক্তির নিশানা” শীর্ষক সভা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা, আবৃত্তি ও গানে অংশগ্রহণ করেন আগরতলার বিশিষ্ট কবি ও সাহিত্যিক নিয়তি রায় বর্মন,শিক্ষাবিদ অধ্যক্ষ ড. মুজাহিদ রহমান,পশ্চিমবঙ্গের কবি নৃপেন চক্রবর্তী,সমরেন্দ্র দাশগুপ্ত,বাচিকশিল্পী দেবিকা ব্যানার্জী,সাংবাদিক সুজিত কুমার দাশ,অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া,সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী,লূপর্ণা মূৎসূদ্দী,শিক্ষক অমর নাথ,বিজয় শংকর চৌধুরী,সংগঠক উজ্জ্বল ধর,আবৃত্তিশিল্পী সোমা মূৎসূদ্দী, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক আসিফ ইকবাল,ছড়াকার সাফাত বিন সানাউল্লাহ, সুমন চৌধুরী প্রমুখ।বিশ্ব মানবতার মূর্ত প্রতীক,ত্যাগ ও সেবার প্রতিমূর্তি, অনন্যা সাহসিকা, মহাশক্তির আর এক রূপ,বাংলা ও বাঙালির নিরাপদ আশ্রয় মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশের রূপকার, উন্নয়ন আর সমৃদ্ধির স্হপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার স্বপ্ন বাংলার দুখী কৃষক শ্রমিক মজুরের মুখে হাসি ফোটাতে যার নিরলস কর্মপ্রচেষ্টা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে স্বর্ণাক্ষরে।
Leave a Reply