সাইফা চৌধুরীঃ
“স্রষ্টার সৃষ্টির সেবায় আন্ততৃপ্তির আমাদের মিশন” শ্লোগানে, মুহাব্বত ঐক্য শৃঙ্খলা সুশিক্ষা ত্যাগ ও সেবা মুলনীতির উপর ভিত্তি করে, আর্ত মানবতার সেবায় নিবেদিত,চন্দনাইশ সর্ব প্রথম চন্দনাইশে সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবি যুব সংগঠন, এন.ওয়াই.এম.(নুরজাহান ইয়াছিন মেমোরিয়াল) ইয়ুথ ফাউন্ডেশনের সহযোগী সংগঠন এন.ওয়াই.এম. ব্লাড ব্যাংকের উদ্যোগে,বরমা কলেজ রোভার স্কাউট গ্রুপ ও বরমা ফ্রেন্ডস ক্লাবের যৌথ সহযোগীতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্টিত হয়েছে।
২ আগষ্ট ২৩ ইংরেজি তারিখ সকাল ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বরমা ডিগ্রি কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য ক্যাম্প অনুষ্টিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ জয়নুল আবেদীন (আফমাস) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ খালেদুর রহমান,ফিন্যান্স বিভাগের প্রভাষক মুহাম্মদ আবুল মনসুর, গভর্নিং বডির এর সদস্য মোহাম্মদ সেলিম,
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সাধারণ সম্পাদক সাবরিনা চৌধুরী ইমু, সিনিয়র সদস্য মুহাম্মদ আসিফ, সাংগঠনিক সম্পাদক ও এন.ওয়াই.এম. ব্লাড ব্যাংকের পরিচালক তৌহিদুল ইসলাম ইমন,প্রচার সম্পাদক ইমন উদ্দিন মানিক, সহ প্রচার সম্পাদক সাইফা চৌধুরী, তাহমিনা সুলতানা,বরমা কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্য যথাক্রমে, বাহা উদ্দিন চৌধুরী ,এ এস আর এম. উম্মে সালমা আলম,এ এস আর এম. সায়মা সুলতানা সুমাইয়া, রাকিবুল ইসলাম, রুদ্র চৌধুরী, রিমন দাশ, সাইমা হাসান। নাইমা হাসান, মিফতাহুল জান্নাত,মেহেরুন্নিশা,ইসরাত জাহান,সাদিয়া আইমন,তাসকিন চৌধুরী সহ প্রমুখ।
Leave a Reply