ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রামে চন্দনাইশে উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ ২১ ফেব্রুয়ারি সোমবার সকালে উপজেলা সদরস্থত কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সাদিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ চট্ট্রগ্রাম ১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী(বীর মুক্তিযোদ্ধা) বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভা মেয়র মু: মাহবুবুল আলম খোকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. সোলায়মান ফারুকী, সহকারি কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। এছাড়াও উপজেলার উচ্চপদস্থ কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান,রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই মাতৃভাষা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে মাতৃভাষার চর্চা অতিব জরুরি। নতুন প্রজন্মের নিকট এইসব ইতিহাস সঠিক ভাবে তুলে ধরতে হবে।
Leave a Reply