পলাশ সেনঃ
চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। আজ ২৮ সেপ্টেম্বর সন্ধায়
উপজেলা সদরস্ত শাহ আমিন পার্কে মাননীয় প্রধান মন্ত্রীর জম্মবাষিকী উপলক্ষে কেক কেটে এই জম্মদিন পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা আ.লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন দক্ষিন জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,উপজেলা সহ-সভাপতি আবুল বশর ভূইয়া,পৌরসভা আ.লীগের আহবায়ক কাইছার উদ্দিন চৌধুরী,উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম,যুগ্ম-আহবায়ক মুছা তসলিম,মুরিদুল আলম মুরাদ,পৌরসভা যুবলীগের সভাপতি সিরাজৃল ইসলাম,সাধারণ সম্পাদক লোকমান হাকিম,ইউপি চেয়ারম্যান আলমগীর ইসলাম চৌধুরী, আমিন আহমদ চৌধুরী রোকন, দক্ষিন জেলা যুবলীগ নেতা ইয়াছিন আরফাদ চৌধুরী,উপজেলা ছাত্রলীগ নেতা মো.জাহিদুর রহমান চৌধুরী, সম্রাদ চৌধুরী, ফরমান উদ্দিন সহ উপজেলা ও পৌরসভা আ.লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা শাহ আমিনুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ছৈয়দুল হক।
Leave a Reply