অচিন্ত দাস দাকোপ প্রতিনিধিঃ
খুলনার দাকোপ উপজেলার চালনা কেন্দ্রীয় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি ও চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস ভারতের ব্যঙ্গালুরের শাইবাবা হাসপাতালে হার্টের বাইপাস সার্জরী ও চিকিৎসাধীন থাকায় তার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চালনা বৌমার গাছতলাস্থ উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরসহ পৌরসভার সকল মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের সোমবার সন্ধ্যায় ভার প্রাপ্ত সভাপতি গোবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেবাশীষ ঢালীর পরিচালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, মন্দির কমিটির ডাঃ সন্তোষ কুমার মজুমদার, পংঙ্কজ বৈরাগী, অমরেশ ঢালী, চিন্ময় বিশ্বাস, বিকেন চন্দ্র গাইন, পরিমল চন্দ্র বিশ্বাস, পরিমল রায়, সমর সরকার, ভবেন্দ্র নাথ রায়, নিখিল চন্দ্র রায়, প্রহলাদ বিশ্বাস, প্রভাত বৈরাগী, শিবপদ বৈরাগী, শিবপদ মন্ডল, সঞ্জয় বিশ্বাস, বনোদেব বিশ্বাস, অনুপম রায়, ধ্রুবরায়, আশিষ বিশ্বাস, গোপাল ভেরাগী, দিপালী গাইন, জিনিয়া বিশ্বাস, ননীগোপাল বিশ্বাস,প্রশান্ত শীল প্রমুখ।
Leave a Reply