৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৩রা নভেম্বর) সন্ধ্যা ৬ টায় পটিয়া মুন্সেফ বাজারস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম জমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা মুহাম্মদ বদিউল আলম।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা নোমান সরওয়ার দুলাল, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাসান শরীফ, দেলোয়ার হোসেন, রিটন বড়ুয়া, শ্রমিক লীগ নেতা জামসেদুল হক, খোরশেদ আলম, সাইফুদ্দীন ভোলা, আবদুল খালেক, যুবলীগ নেতা মামুন উদ্দিন, ইকবাল হোসেন, আমিনুল ইসলাম, আবু তৈয়ব, মোঃ মহিম, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, মাসুদুল ইসলাম, মোঃ আকিব, বাদশা মিয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, নুরুল ইসলাম রুবেল, জুবায়েদ হোসেন, মোঃ সজিব, মোঃ আসিফ, মোঃ জাহেদ, মোঃ সৌরভ প্রমূখ।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর বাংলাদেশকে পুরোপুরিভাবে মেধাশুন্য করতে স্বাধীনতা বিরোধী চক্ররা ৩রা নভেম্বর জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।
তিনি আরো বলেন, ৭৫ এর পরাজিত শক্তিরা আবারো একত্রিত হয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ বিরোধী ষড়যেন্ত্রে লিপ্ত। দেশব্যাপী বিএনপি-জামায়াতের খুন, অগ্নিসন্ত্রাস, হাসপাতালে আগুন, মসজিদে আগুন, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, দেশপ্রেমিক সাংবাদিকদের উপর হামলা ও নৈরাজ্যে প্রতিবাদে সকলকে রুখে দাঁড়াতে হবে। এসব ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক থাকার জন্য সকল নেতাকর্মীকে আহবান জানানো হয়।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
Leave a Reply