লোহাগাড়া সংবাদদাতাঃ
হঠাৎ করোনা মহামারী পরিস্থিতি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে, পরিস্থিতি চিন্তা করে সরকার সীমিত আকারে যান চলাচল ও ব্যবসা বানিজ্য এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নিয়মের ভিতর পরিচালনা করতে বিধিনিষেধ আরোপ করেছে, (যা সীমিত লকডাউনের সমান) । সরকারের নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রশাসন ব্যস্তহয়ে পরায়, করোনার চেয়ে ভয়াবহতা পরিবেশ দুষুন কারী ইট ভাটার কার্যক্রম পুরোদমে এগিয়ে যাচ্ছে, দেখার কেউ নেই। চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নে নাওঘাটা সড়ক জে বি এম (শাহ জব্বারিয়া) প্রোঃ সাহাব উদ্দীন চৌধুরী ,পিতা-আবদুর রাজ্জাক চৌধুরী আমিরাবাদ। পি বি এম (পদুয়া ব্রিকস) প্রোঃ- লিয়াকত আলী মেম্বার পিতা মৃত আবদুল মাবুদ আলি সিকদার পাড়া পদুয়া , এম আর বি ( মজিদিয়া রশিদিয়া ব্রিকস) প্রোঃ- জামাল হোসেন পিতা মৃত আবদুল মজিদ আলি সিকদার পাড়া পদুয়া সর্ব সাং থানাঃ-লোহাগাড়া, চট্টগ্রাম উক্ত ইট ভাটা গুলো বহাল তবিয়তে আছে, উক্ত ইট ভাটা গুলো সরকারি তালিকায় ভেঙে দিয়েছে এবং বন্ধ হিসাবে উল্লেখ আছে। সরকারি তালিকায় ভেঙে দিয়েছে এবং বন্ধ আছে উল্লেখ থাকলেও সংশ্লিষ্ট প্রশাসনের রহশ্যজনক নিরবতার কারণে পরিবেশ দুষুন করে ইট ভাটার কার্যক্রম চালাচ্ছে, এলাকাবাসী এই প্রতিবেদকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সরেজমিনে তদন্ত করিলে ? প্রশাসন নিরব কেন, তলের বিড়াল বেরিয়ে আসবে।
Leave a Reply