1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষিকাকে কোলে নিয়ে কোলাকুলি করছেন মাদ্রাসা সুপার নাশকতার অভিযোগে বোয়ালখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আবারও শুরু হয়েছে কালুরঘাট সেতুর টোল আদায়, মোটরসাইকেল চালকদের ক্ষোভ সমাজসেবক,কলামিস্ট ও সংগঠক নেছার আহমেদ খান এর মা বাবার ইছালে সওয়াবের জন্য জেয়াফত অনুষ্ঠিত। কালিয়াকৈরে ধর্ষনের শিকার ৭ বছরের শিশু, ধর্ষক পলাতক পাঁচলাইশ থানা জাসাসের নতুন  সভাপতি মিন্টু সম্পাদক ইকবাল  চালকের চোখে ঘুম, কক্সবাজার যাওয়ার পথে প্রাণ গেল দুই জনের এপেক্স বাংলাদেশের জাতীয় বোর্ডের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩-এর সেক্রেটারি এপে: মুহাম্মদ আরিফ খান ও ট্রেজারার এপে: মুহাম্মদ মোজাম্মেল হক মনোনীত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।

জ্বর, সর্দি, কাশি সীতাকুণ্ডের গ্রামের প্রতি ঘরে ঘরে আগ্রহ নেই করোনা পরিক্ষার।

  • সময় বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৫০ পঠিত

মোঃ আলাউদ্দীন,সীতাকুন্ড চট্টগ্রামঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। উপজেলার প্রায় ঘরে ঘরেই এখন এ ধরনের রোগী। তাঁদের মধ্যে জ্বর নিয়ে ভীতি থাকলেও করোনা পরীক্ষায় তেমন আগ্রহ নেই। এদিকে উপজেলায় বেশ কয়েক দিন ধরে দিনে প্রচণ্ড গরম ও রাতে ঠান্ডা পড়ছে। তাপমাত্রার এ তারতম্যের কারণেই সর্দি-জ্বর বেড়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে করোনা মহামারির এই সময়ে যে কারণেই সর্দি-কাশি-জ্বর দেখা দিক না কেন, অবহেলা না করে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

প্রায় এক বছর পর আবারও সীতাকুন্ডের প্রায় প্রতি ঘরেই এ জ্বর দেখা দিয়েছে। পরিবারে একজন জ্বরে আক্রান্ত হলে ধীরে ধীরে অন্য সদস্যদেরও আক্রান্ত হতে দেখা যাচ্ছে। তবে ভুক্তভোগীরা জানিয়েছেন, এবারের জ্বরে অন্যবারের তুলনায় ভিন্ন লক্ষণ দেখা দিয়েছে। অন্যান্য সময় জ্বরের সঙ্গে সর্দি-কাশি ছিল। এবার সেসব লক্ষণের পাশাপাশি আক্রান্তদের শরীর ম্যাজম্যাজের সঙ্গে ব্যথাও অনুভব করছেন। একবার শুরু হলে দীর্ঘসময় ধরে জ্বর থাকছে। অধিকাংশই ছয় দিনের আগে সুস্থ হচ্ছেন না। আক্রান্ত হচ্ছে শিশুরাও। অনেকের তাপমাত্রা কম দেখালেও দ্রত অক্সিজেন লেভেল নিচে নামছে। আক্রান্তদের সিংহভাগই পল্লী চিকিৎসকদের কাছে চিকিৎসা নিলেও করোনা পরীক্ষা করাতে আগ্রহী নন। তাই কতজন করোনায় আর কতজন মৌসুমি জ্বরে আক্রান্ত তা নিশ্চিত বলতে পারছে না উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বিশেষজ্ঞরা বলছেন, জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট, নাকের ঘ্রাণ নষ্ট, স্বাদ না পেলে কিংবা ডায়রিয়া হলে প্রাথমিকভাবে তাদের করোনা সংক্রমিত বলে ধরে নেওয়া হয়। ফলে দেরি না করে প্রথমদিনই তাদের অ্যান্টিজেন টেস্ট করতে হবে। অ্যান্টিজেন টেস্টে নেগেটিভ আসলেও আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করাতে হয়। এ লক্ষণের বাইরে রোগীদের তৃতীয় দিন থেকে করোনা পরীক্ষা করাতে হবে। তবে শরীরে ব্যথা থাকলে ডেঙ্গুও হতে পারে। যে জ্বরই হোক না কেন, প্রথমেই রোগীকে আইসোলেশনে চলে যেতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, এখন উপজেলার বেশির ভাগ বাড়িতেই কেউ না কেউ জ্বর-কাশিতে আক্রান্ত। তাঁদের বেশির ভাগই বিভিন্ন ফার্মেসি থেকে উপসর্গের কথা বলে ওষুধ কিনে সেবন করছেন। এভাবে ইতিমধ্যে অনেকে সুস্থ হয়েও উঠছেন। আবার কেউ কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়েও চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, উপজেলায় সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপক বেড়েছে। বহির্বিভাগে প্রতিদিন রোগী আসছেন। এসব রোগীর মধ্যে প্রায় অর্ধেকই সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত। কিন্তু সাধারণ ওষুধে তিন থেকে চার দিনে তাঁরা সুস্থ হয়ে উঠছেন। বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যাও।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজের করোনা ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক মামুনুর রশীদ বলেন, এখন জ্বর হলেই আইসোলেশনে চলে যেতে হবে। অক্সিজেন লেভেল কমতে থাকলে অবশ্যই হাসপাতালে ভর্তি করাতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট