মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম:
আবারও করোনায় আক্রান্ত হয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
এ-খবর পাওয়ার পর রাঙ্গুনিয়াতে তথ্যমন্ত্রীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে বিভিন্ন সংগঠন।
বুধবার(৫অক্টোবর) সকালে উপজেলা থানা সদর একটি জামে মসজিদে দোয়া মাহফিল করেছে উপজেলা যুবলীগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সিনিয়র সহ-সভাপতি বদিউল খায়ের চৌধুরী লিটন, পারভেজ হোসেন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, মুহাম্মদ আজিজ-সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের নেতৃত্বরা।
বিকালে উপজেলার ইছাখালী মোহাম্মদপুর জামে মসজিদে দোয়া মাহফিল করেছেন উপজেলা ছাত্রলীগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু, সাধারণ সম্পাদক আলী শাহ’সহ নেতৃবৃন্দরা। এছাড়া রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গায় তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
উল্লেখ- গত রোববার পঞ্চগড়ে নৌকাডুবিতে স্বজনহারা মানুষদের মাঝে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ত্রাণ ও অর্থসহায়তা বিতরণ শেষে ঢাকা ফিরে পরদিন যথারীতি দাপ্তরিক দায়িত্ব পালনকালে অসুস্থ অনুভব করেন মন্ত্রী। বিকেলে সচিবালয় ক্লিনিকের চিকিৎসকরা দেখেন তার শরীরে বেশ জ্বর। তাদের পরামর্শে আইইডিসিআরের (ইনস্টিটিউট অভ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ) মাধ্যমে টেস্ট করানো হয়। মঙ্গলবারের রিপোর্টে দেখা যায় তিনি কোভিড পজিটিভ।
Leave a Reply