চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের সাবেক ছাত্র নেতা মোঃ তারেকুল ইসলাম মুন্নার জন্মদিন উপলক্ষে পূর্ব পেরলা একতা সংঘের উদ্যেগে আয়োজিত ঘরোয়া প্রীতি শর্টপিছ ক্রিকেট টুনার্মেন্ট ২০২১ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম উদ্দীন (সেলিম), মোহাম্মদ শেখ সাইঈী, মোহাম্মদ নূর উদ্দীন আহাম্মেদ (রিবু ), মোহাম্মদ নাজিমুল ইসলাম (বাপ্পা), মোহাম্মদ আলী রাজ (তুষার), মোহাম্মদ জয়নাল আবেদিন (অপু), মোহাম্মদ তৌহিদুল ইসলাম (তৌহিদ), মোহাম্মদ সাজ্জাদ হোসেন (আয়মন), মোহাম্মদ এমরান মোহাম্মদ আলী ইমাম (আরজু ), মোহাম্মদ ইমতিয়াজ মোহাম্মদ শাহিদুল আলম (সাজু), মোহাম্মদ শিহাব উদ্দীন (শিহাব), মোহাম্মদ আরিফ উদ্দীন (আরিফ), মোহাম্মদ আরমান আলী মোহাম্মদ নাজিম উদ্দীন (নাজিম), মোহাম্মদ ফাহিম।
Leave a Reply