শহিদুল ইসলাম সুমনঃ
দীর্ঘ নয় মাস অতিক্রমের পর ১৯ নভেম্বর ২০২২ সন্ধ্যা ছয় ঘটিকায় বাকলিয়া থানার এলাকায় তিন দিনের সাড়াশি অভিযানে গ্রেফতার হলো ধর্ষন মামলার আসামী রাসেল।
গত ৩১শে জানুয়ারীতে ২০২২সালের ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ৪নং ওয়ার্ড়ের মাঝের চর মাদ্রাসা চর কলামী গ্রামের মিরাজের মাদ্রাসা পড়ুয়া ১৩ বছরের কন্যা মোছাম্মৎ মীম কে জোরপূর্বক ধর্ষন করে,পাশের গ্রামের ২নং ওয়ার্ডের হোসেন মিয়ার ছেলে মোঃ রাসেল।
এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে রাসেল রক্তাক্ত অবস্থায় কিশোরীকে রেখে দ্রুত স্থান ত্যাগ করে।
এলাকাবাসীর মীমকে রক্তাক্ত অস্থায়ী পাশ্ববর্তী হাসপাতালে ভর্তি করে।
ঘটনাকে কেন্দ্র করে মেয়ের নানী বাদী হয়ে থানায় ধর্ষন মামলা দায়ের করে।
দির্ঘ নয় মাস পরে গোপন সংবাদ ভিত্তিতে বাকলিয়া থানার সহযোগীতায় ভোলা চরফ্যাশন দক্ষিণ আইচা থানার সাব ইন্সপেক্টর অমিত হাসানের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্স রাসেল সহ তিন দিনের সাড়াশি অভিযানের পর বাকলিয়া থানাধীন ১৯নং দক্ষিণ বাকলিয়া ইসমাইল ফয়েজ রোড নয়া মসজিদ এলাকা থেকে ধর্ষন মামলার আসামী রাসেল কে গ্রেফতার করে।
জানা যায় , রাসেল বাকলিয়া এসে হযরত শাহ আমানত কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষকতা করে।
এই বিষয় প্রধান শিক্ষকের সাথে কথা বললে, তিনি বলেন আমরা তাকে অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছি সাময়িককের জন্য কারন সে কোন ধরনের অরজিনিয়াল ডুকুমেন্ট দিতে পারেনাই।
ধর্ষন মামলার আসামী রাসেলকে ঐ রাতে বাকলিয়া থানার হেফাজতে রাখে পরের দিন সকাল ৮ ঘটিকার সময় ভোলা চরফ্যাশন দক্ষিন আইচা থানায় সোপর্দ করে।
Leave a Reply