ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের দুবাই পৌঁছেছেন।
বুধবার স্থানিয় সময় সাড়ে এগারোটা দিকে প্রধান উপ দেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটির দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের তথ্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমদ বেলহুল আল ফালাসি দুবাই পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। দেশটির ক্রীড়ামন্ত্রী প্রধান উপদেষ্টাকে সামিটে অংশ নেওয়ায় ধন্যবাদ দেন।তিনি দুবাইয়ে গত এক দশক ধরে আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলন সম্পর্কে অবহিত করেন। এসময় তারা দুই দেশের মধ্যে খেলা-ধুলা ও সংস্কৃতির ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতাসহ পারস্প রিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন,সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি খাসাইফ আল হামুদি।
Leave a Reply