গাউছিয়া আহমদিয়া মনজিলে
মাইজভাণ্ডার শরীফের অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও মহান প্রবর্তক গাউসুল আজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর ১০মাঘ ২৪ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ১১৮তম ওরশ শরীফের প্রস্তুতি সভা গত ২২ ডিসেম্বর ২৩ দরবার হল,হাসনাইন কমপ্লেক্স,দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারী, গাউছিয়া আহমদিয়া মনজিলে অনুষ্ঠিত হয়েছে । এতে সভাপতিত্ব করেন, গাউসুলআজম মাইজভাণ্ডারীর প্রপৌত্র, জাঁ-নশীনে অছিয়ে গাউসুল আজম, হজরতুলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.), উপস্থিত ছিলেন অছিয়ে গাউসুল আজম মাইজভাণ্ডারীর পৌত্র, আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় কমিটির সভাপতি, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ আবরার হাসনাইন মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাসুদ মাহমুদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মাওলানা এস এম তানজীদ হোসাইন, জেলা কমিটির সভাপতি মুহাম্মদ মুসলিম উদ্দিন, মাওলানা মোহাম্মদ ইউসুফ, অ্যাড এহসানুল আরাফাত,মাষ্টার মুহাম্মদ মামুন, হাফেজ মুহাম্মদ এমরান হোসাইনসহ প্রমুখ এতে ওরশ শরীফের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় ।
Leave a Reply