পটিয়া চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুজিব বর্ষ উদযাপন।
বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে হাতে বই তুলে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন- আবু আহমেদ।
পটিয়া চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জম্ম বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের সভাপতি এম এ রহিম এর ব্যাক্তিগত উদ্যোগে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০২ জন ছাত্র ছাত্রী ও অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থী সহ ২০০ জন ছাত্র ছাত্রীদের মধ্যে স্কুল ড্রেস, শিক্ষা ও স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী বিতরণ, বঙ্গবন্ধু জীবন কর্ম নিয়ে আলোচনা,কোলাগাঁও ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মাহবুবুল হক চৌধুরীর সংবর্ধনা ও মা সমাবেশ চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এম এ রহিম এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চক্রবর্তীর সঞ্চালনায় ২০ শে মার্চ সকাল এগারোটায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ তিনি বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মহামারি ক্রান্তিলগ্নে ও বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন,দেশের প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে মাদের কে অগ্রনী ভূমিকা পালন করতে হবে, মা হচ্ছে শিশুদের আসল শিক্ষক,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মায়েদের কে এগিয়ে আসার আহবান জানাই।উক্ত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সামশুল ইসলাম চেয়ারম্যান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু জাফর, বক্তব্য প্রদান করেন সংবর্ধিত অতিথি কোলাগাঁও ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাজী মাহবুবুল হক চৌধুরী, বিশেষ অতিথি কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বদি উল আলম তুষার, সহকারী শিক্ষা অফিসার রুপাঞ্জলী কর,আলা উদ্দিন সোহেল, জিসা চাকমা, কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজি ওসমান গনি, যুগ্ম সম্পাদক দিদারুল আলম, ইউ পি সদস্য চন্দন চৌধুরী,কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেলাল, পটিয়া উপজেলা সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক সাইফুর রহমান শুক্কুর,মাস্টার মোহাম্মদ ইসমাইল, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের মুক্তি যোদ্ধা বিষয়ক উপ সম্পাদক বোরহান উদ্দিন,সমর কান্তি দাশ, যুবলীগ নেতা তমতোষ আচার্য্য, হাশেম আক্তারী, মোহাম্মদ সেলিম, মেহেদী হাসান রাব্বী প্রমূখ। সভায় প্রধান অতিথি উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, দেশের প্রতিটি শিশু শিক্ষা অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করে যাচ্ছে, দেশের প্রতি বিদ্যালয়ে করোনা মহামারি ক্রান্তিলগ্নে ও বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক পৌঁছে দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন।
Leave a Reply