গাউসিয়া কমিটি বাংলাদেশ বড়লিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড পূর্ব পেরলা শাখার উদ্যোগে পবিত্র মাহে ১২ রবিউল আউয়াল আগমন উপলক্ষে তৃতীয় বারের মতো স্বাগত রেলীর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পূর্ব পেরলা বায়তুন নূর জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইলিয়াছ হুজুর, মোঃ শফি ভান্ডারি, মোঃমমতাজ মিয়া, মোঃ শফি, মোঃ হাফেজ, মোঃ আলমগীর, সিনিয়র সদস্য মোঃ মামুন, রায়হান, আসিফ, অপু, তৌহিদ, আইমন, এমরান, আলি ইমাম, আরমান, আরিফ, বখতিয়ার, সাজু, জিসান, রাজু, বাবু, ফাহিম, জিহাদ, নাজিম, আমজাদ, বাবুণি, সাগর, শিহাব, ইফতি, সাইফু, মিনহাজ, সিফাত, আহাদ, ইসফাত,শাকিল, সাইমন, সাব্বির, সোহান, রাশেদ, মহিউদ্দিন, শিবরান, সাকিব, রিয়াদ, হাসান, হুসাইন নয়ন ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
Leave a Reply