আব্দুল সাত্তার টিটু, চট্টগ্রামঃ
নগরীর পশ্চিম বাকলিয়া ডি সি রোড ভরা পুকুরপাড় সানরাইজ কেজি স্কুলের পাশে দুটি দোকান ও দুটি সেমিফাকা ঘরে আগুন লাগে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) পশ্চিম বাকলিয়া সানরাইজ কেজি স্কুলের পাশে রাত আনুমানিক ৮ টার দিকে এই অগ্নিকান্তের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সেমি পাকা ঘর থেকে আগুনের কালো ধোঁয়া বের হয়। এরপর মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আশেপাশের লোকজনরা এগিয়ে এসে ঘটনাস্থলে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। চন্দনপুরা ফায়ার সার্ভিসের আগের ০৩১৬১৯৫৭৫ নাম্বারটি বন্ধ থাকায় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়। পরে চন্দনপুরার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ০১৯৬৮৮৮২০০৮ নাম্বার থেকে ফোন করে চন্দনপুরা ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে চন্দনপুরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ শামীম হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্রিকান্ডে প্রায় ২,০২০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান তিনি।
Leave a Reply