প্রেস বিজ্ঞপ্তিঃ
পার্কভিউ হসপিটালের নিয়মিত সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে এক পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অদ্য ২৯শে আগস্ট, সোমবার সারাদিন ব্যাপী পরিচালিত হয়। পার্কভিউ হসপিটালের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম, মার্কেটিং টিমের সিনিয়র অফিসার নিজাম উদ্দিন, মার্কেটিং অফিসার আব্দুস সোবাহান, হাউসকিপিং অফিসার সাইফুল ইসলাম ও হাউসকিপিং টিম এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অভিযান কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কে এম আব্দুল্লাহ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এ টি এম মঞ্জুর মোরশেদ, কনসালট্যান্ট মেডিসিন ডাক্তার রমাশ্রী ধর, কনসালটেন্ট মেডিসিন ডাক্তার শাহিদা সিদ্দিকা, কনসালট্যান্ট মেডিসিন ডাক্তার দিলারা পারভিন, মেডিকেল অফিসার ডাক্তার রায়হান সিদ্দিকী,সহকারী ডেন্টাল সার্জন ডাক্তার নাহিদ সুলতানা,কনসালটেন্ট ডাক্তার হারুনুর রশিদ চৌধুরী ও স্টাফ নার্সসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।পার্কভিউ হসপিটালের পক্ষ থেকে এমন সামাজিক কার্যক্রম চট্টগ্রামের অন্যন্য বিভিন্ন হাসপাতালেও পরিচালিত করবেন বলে জানান,পার্কভিউ হসপিটাল কর্তৃপক্ষ।
Leave a Reply