৬ সেপ্টেম্বর দৈনিক আজাদী পত্রিকা সহ চট্টগ্রাম প্রতিদিন, একুশে পত্রিকা, সিভয়েস সহ অন্যান্য নিউজ পোর্টালে প্রকাশিত মোজাম্মেল হক ও তাঁর ভাই মনজুরুল হকের বিরুদ্ধে সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন এ্যাডভোকেট শিহাব উদ্দিন। প্রতিবাদ লিপিতে তিনি জানান, চট্টগ্রাম জেলা প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির ঘটনা প্রায় ২ বছর আগের। ওই ঘটনার সাথে মোজাম্মেল জড়িত ছিল না তাই জামিন পেয়েছেন। সংবাদে বলা, বিধবা নারীর অর্থ আত্মসাতের ঘটনার সাথে তাঁরা দু’ভাই জড়িত নন। ইছানগর মৌজার যে জমির কথা উল্লেখ করে জালিয়াতির কাগজপত্র তৈরি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, ওই জায়গা জোরপূর্বক দখল করতে চেয়েছিলো মামলার বাদী আব্দুল শুক্কুর। এই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা মামলা করেছে প্রতিপক্ষরা। যাদের সাথে আমার মক্কেলগণের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। প্রকাশিত সংবাদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তাতে তথ্যগত ভূল রয়েছে। যাহা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। তাঁদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে একটি কুচক্রী মহল ও ভূমিদস্যু। তাঁরা এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
Leave a Reply