প্রেস বিজ্ঞপ্তিঃ
২০ নভেম্বর’২২ আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রাম চান্দার পাড়া, রহমান আদর্শ শিক্ষালয়ে যৌতুক, বাল্য বিবাহ, মাদক,নারী ও শিশু নির্যাতন বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় রহমান আদর্শ শিক্ষালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃ এহসানুল হক ও জেসমিন আক্তারের যৌথ সঞ্চালনায় এবং স্কুলের শিক্ষক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হালিশহর নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ এনামুল হক মনিরী। প্রধান আলোচক ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় অতিথি বৃন্দ বলেন, বর্তমানে সরকার জঙ্গি সন্ত্রাস যৌতুক, বাল্য বিবাহ, মাদক, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে খুবই সোচ্চার আছেন। তার পাশাপাশি আমাদের সকলকেও সোচ্চার হতে হবে। তারা আরও বলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন যেভাবে প্রতিটা স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। এই সময় তারা আরও এই সংগঠনের মতো সকল সামাজিক সংগঠন সহ সবাই ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে অসামাজিক কার্যক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তবেই দেশ সন্ত্রাস ও মাদক মুক্ত হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্যে রাখেন, ভবঘুরের প্রতিষ্ঠাতা পাগলের বন্ধু খ্যাত মোঃ আলমগীর বাদশাহ, স্বাধীন বাংলা মডেল স্কুল এর প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম,তরুণ সমাজ সেবক মোহাম্মদ রানা,আসক ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক মোঃ জেবল হোসেন সহ উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply