২৫ জুন চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এতে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফয়জুল আলম প্রিন্সের সঞ্চালনায় ও ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ মোছলেম উদ্দিন এমপি। অনুষ্ঠানের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ জাফর উল্লাহ (এমজেএফ)। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিভাগের ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোঃ মুসলিম (পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা রোটারিয়ান এস.এম আজিজ, হাজী মোঃ আবু নাছের, সমাজ সেবক মোঃ আব্দুল্লাহ আল মামুন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী বলেন, “সকল শিশুর অধিকার সুন্দরভাবে বাঁচিবার” এই প্রতিপাদ্য নিয়ে ২০১৭ সাল থেকে অধিকার বঞ্চিত নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার মাধ্যমে হাটি হাটি পা পা করে দীর্ঘ ৪ বছর অতিক্রম করে ৫ম বর্ষে পদার্পণ করেছে। তিনি দীর্ঘ ৪ বছর যাবত যে সকল সদস্যবৃন্দের সহযোগিতায় বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এই পর্যন্ত এসেছে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই সময় প্রধান অতিথি মোছলেম উদ্দিন এমপি বলেন, বাংলাদেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করতে হলে সকলে দেশকে ভালবাসতে হবে। তিনি বলেন- সরকারের একার পক্ষে দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলো একযোগে কাজ করলে, তবেই দেশ উন্নতি লাভ করবে। উক্ত অনুষ্ঠানে করোনাকালীন সময়ে সামাজিক ও সংগঠনের কাজে বিশেষ অবদান রাখায় বিভিন্ন পেশাজীবী ব্যক্তি ও সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে দেশব্যাপী সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় যশোর থেকে দেশ সেরা উদ্ভাবক মোঃ মিজানুর রহমান, বেওয়ারিশ মানুষের জন্য নিরলসভাবে কাজ করায় চট্টগ্রাম মানবিক পুলিশের টিম লিডার মোঃ শওকত, করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করায় ডা. মোঃ ইমরান বিন শওকত, সাংবাদিকতা পেশায় কালেরকন্ঠ সাংবাদিক মোঃ আলমগীর হায়দার, সংগঠনের কাজে বিশেষ অবদান রাখায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফয়জুল আলম প্রিন্স, যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাসকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের মধ্যে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা, মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশন বাংলাদেশ, স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি, বিন্দু ফাউন্ডেশন, পথ শিশু অধিকার ফাউন্ডেশন ও সাকসেস মেথড একাডেমিসহ বিভিন্ন সামাজিক সংগঠনকে আরও সক্রিয়ভাবে মানবিক কাজে উৎসাহ উদ্দীপনা যোগানোর লক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বিবি ফাতেমা শিল্পী, লায়ন শারমিন সুলতানা মৌ, এম.এ আশরাফ, যুগ্ম মহাসচিব সেলিম আহমেদ রাজু, মুহাম্মদ হোসেন, আব্দুল কাদের রাজু, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ ফয়েজ রাসেল, অর্থ সচিব মোঃ মাজহারুল ইসলাম শাহেদ, সহ-অর্থ সচিব সামসুন নাহার সামু, দপ্তর সম্পাদক হামিদা খাতুন পান্না, প্রচার সম্পাদক মোঃ ওসমান গনি শাকিল, সমাজ কল্যান সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, তথ্য ও যোগাযোগ সম্পাদক ওমর ইমতিয়াজ হায়দার, শিক্ষা বিষয়ক সম্পাদক, শেখ মোঃ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোঃ ফরিদ গাজী, চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ন সম্পাদক শাজাহান, নজরুল ইসলাম, তারেক আল রশীদ আন্তর্জাতিক বিষয়ক, মেজবাহুল কামেলীন রাহী শিক্ষা বিষয়ক, কাজী কাউসার মাহমুদ সমাজ কল্যান সম্পাদক, মনির হোসেন আপ্যায়ন বিষয়ক, আব্দুল্লাহ আল-মামুন ধর্ম বিষয়ক, রাসেল উদ্দিন মিরাজ সদস্য, বন্দর থানার শাকিল আহমদ শাহ আহবায়ক এবং অফিস সহকারী সোহাগ প্রমুখ। উক্ত সংগঠনের সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্না।
Leave a Reply