গতবছর লক ডাউনের চেয়ে এবারের লক ডাউনে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে বিত্তশালীদের সারা খুবই নগন্য। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হচ্ছে সাদা পাঞ্জাবি ও ধোলাই ওয়ালা কাপড় পরিধান করা মানুষ।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে সারা দেশে অসহায় মানুষেরা সীমাহীন অর্থনৈতিক কষ্টে আছে এই অসহায় মানুষের জন্য বিগত বছর লক ডাউন এর সময় বিত্তশালীরা যেভাবে গরীর মানুষের পাশে ছিলো সেই তুলনায় এবারের লক ডাউনে বিত্তশালীদের সারা খুব নগন্য,তীব্র তাপমাত্রায় দিনমজুর মানুষ তাদের পরিবার নিয়ে কষ্টে আছে, সমাজের সকল বিত্তশালী মানুষেরা অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়ে তিনি উপরোক্ত মন্তব্য করেন। গতকাল বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য ও তার পিতার নামে প্রতিষ্ঠিত পটিয়া হাজী আনু মিয়া ডিলার ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ রহিম এর পক্ষ হতে পবিত্র রমজান ও কোরনা মহামারী পরিস্থিতি মোকাবিলায় প্রতিদিন নগরীর বিভিন্ন জায়গায় অসহায় মানুষের মধ্যে সেহরির জন্য তৈরী খাবার বিতরণ ও গতকাল ২৯এপ্রিল বিকাল চারটায় পটিয়া মোহাম্মদ নগর গ্রামের নিজ বাড়িতে হতদরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু জাফর, সাধারণ সম্পাদক বদি উল আলম তুষার, সহ সভাপতি হাজি ওসমান গনি, দিদারুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের নেতা আবু তাহের, কোলাগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুল হক চৌধুরী,কোলাগাঁও স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেলাল, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন,নজরুল ইসলাম খোকন,জসিম উদ্দিন, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সেলিম,মোহাম্মদ রাব্বি প্রমূখ।
Leave a Reply