শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার ( ২১ শে অক্টোবর) সন্ধা ৭ ঘটিকায় কোতোয়ালী থানাধীন বলুয়ারদিঘী অভিমিত্র মহাশ্মশান পূজা মন্ডপে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের তত্ত্বাবধায়ক ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম মহানগর কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক উজ্জ্বল পাল চৌধুরী।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহানগর সভাপতি এস কে নাথ, সহ-সভাপতি রাজীব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পলাশ সেন, পার্বতী সংঘ পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন সেনগুপ্ত, সাধারণ সম্পাদক আশিষ আর্চায্য, যুগ্ম-সাধারণ সম্পাদক দিলু চৌধুরী, অর্থ সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ।
Leave a Reply