মোঃ শফিকুল ইসলামঃ
কুড়িগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম মহোদয়। সোমবার ৩০ অক্টোবর/২০২৩ ইং কুড়িগ্রাম সার্কিট হাউজের কনফারেন্স হলরুমে সকাল ৯ টা ৩০ মিনিট হতে টানা দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলে প্রশিক্ষণ কর্মশালা। এরপর অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেন – অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি জনাব মোঃ নিজামুল হক নাসিম।
উক্ত কর্মশালায় কুড়িগ্রাম জেলা সদর সহ জেলার ৯ টি উপজেলার মোট ৪৮ জন সাংবাদিক এতে অংশ নেন। কর্মশালা শেষে প্রধান অতিথি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম মহোদয়ের প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কে প্রশিক্ষণের সনদপত্র প্রদান করেন।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক এই প্রথম সাংবাদিকতার উপর গুরুত্বপূর্ণ একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
Leave a Reply