চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী উপলক্ষে “তুমি রবে নীরবে হৃদয়ে মম” শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ৭আগষ্ট রাতে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়।এতে আলোচনা, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কবি নৃপেন চক্রবর্তী,বাচিকশিল্পী তপতী ভুঁইয়া,কবি রাজীব ঘাঁটি,বাচিকশিল্পী দেবিকা ব্যানার্জী,আগরতলার বিশিষ্ট কবি মৌসুমী কর, শিক্ষাবিদ অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, সঙ্গীতশিল্পী মীকাতুন জান্নাত মিকাত,লূপর্ণা মূৎসূদ্দী লোপা,সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক আসিফ ইকবাল, সাংস্কৃতিক ব্যক্তি সুজিত কুমার দাশ,ছাত্রনেতা মঞ্জুর আলম, ,সুমন চৌধুরী প্রমুখ। সভায় আলোচকরা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা চেতনা আজও সমান প্রাসঙ্গিক।রবীন্দ্রনাথ আমাদের চির প্রেরণার উৎস। বাংলা সাহিত্যের অভিভাবক বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
Leave a Reply