চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে
উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক,মাস্টারদা সূর্য সেনের অকৃত্রিম সহযোদ্ধা বীর বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১০তম জন্ম-জয়ন্তী স্মরণে “সাহসী প্রীতিলতা,মহীয়সী প্রীতিলতা” শীর্ষক সাহিত্য সন্ধ্যা।গতকাল সোমবার রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী,সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসূদ্দী লোপা, সঙ্গীতা চৌধুরী,কাকলী দাশ গুপ্তা,মণীষা দাশ বৃষ্টি,
লিয়াকত হোসেন,সাফাত বিন সানাউল্লাহ,সুমন চৌধুরী, হৃদয় দে, প্রমুখ। সভায় বক্তারা বলেন বীরকন্যা প্রীতিলতাদের দেশপ্রেম ও অাত্নত্যাগের ইতিহাস প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। সেদিন বিট্রিশদের বিরুদ্ধে মাস্টার দ্যা সুর্যসেনের নেতৃত্বে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারদের দেশের স্বাধীনতার জন্য আত্নবলিদান বাঙালীর ইতিহাসে অনন্য দলিল হয় থাকবে।।বক্তারা প্রীতিলতার মত জীবন থেকে আদর্শিক শিক্ষা গ্রহণেন আহবান জানান।
Leave a Reply