1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল চট্টগ্রাম বন্দরে ফের ৪ টন ঘনচিনি আটক বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাঘাইছড়িতে ২৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ আকবরশাহ থানার ঝটিকা অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী উদারধারার মানবিক ইসলামের প্রসার ঘটাতে হবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভার্ড বাংলাদেশ এর উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবসে চট্টগ্রামে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত এনসিপিতে জায়গা না পেয়ে গণঅধিকার পরিষদে যেতে চান আসিফ, এখানেও বিরোধ এপেক্স বাংলাদেশের জেলা তিনের কনভেনশন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের বর্ণাঢ্য অনুষ্ঠান।

বোতলবন্দী জিনসহ আটক ভন্ড ইব্রাহিম!

  • সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৩৫৬ পঠিত

বোতলবন্দী জিনসহ আটক ভন্ড,কখনো মানবাধিকার কর্মী। কখনো সাংবাদিক আবার কখনো বা তান্ত্রিক। এভাবে বিভিন্ন পরিচয়ে প্রতারণার মাধ্যমে মানুষ থেকে হাতিয়ে নেয় সর্বস্ব। সবশেষ মানসিক বিকারগ্রস্ত এক কিশোরকে চিকিৎসা দিয়ে সুস্থ করার আশ্বাস দেয় এবং পরিবারকে গুপ্তধনের লোভ দেখিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

পরে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই কবিরাজের বাসায় অভিযান চালায় র‌্যাব। সেসময় র‌্যাবের হাত থেকে বাঁচতে উল্টো ঘরে থাকা দুটি বোতলে ‘বন্দি জিনের’ ভয় দেখান কবিরাজ। তবে এতকিছুর পরও শেষ রক্ষা হয়নি তার, ধরা পড়তে হয়েছে বোতলবন্দি দুই জিন’সহ কবিরাজ ইব্রাহিমকে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে নগরের হালিশহর থানাধীন বৌ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইব্রাহিম হালিশহরের মধ্যম রায়পুরের বাসিন্দা মৃত মৌলভী এরচশাদ হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, দীর্ঘ ২ বছর ধরে ভিকটিমের ছোট ভাই মো. ফারহাদুল ইসলাম (১৯) মানসিক বিকারগ্রস্ত থাকায় ভিকটিম ও তার পরিবার প্রতিবেশির কাছ থেকে জানতে পেরে কবিরাজ ইব্রাহিমের সঙ্গে দেখা করেন। কবিরাজ ইব্রাহিম তাকে কিছু তাবিজ ও পানি পড়া দিয়ে বলে যে, ভিকটিমের ভাগ্যে বহু মূল্যবান গুপ্তধন রয়েছে। কবিরাজ ইব্রাহিম তা উদ্ধার করে দিতে পারবেন তবে গুপ্তধন উদ্ধারের জন্য কিছু সরঞ্জামাদী ক্রয় করতে টাকা খরচ করতে হবে। ভিকটিম ও তার পরিবার সরল মনে কবিরাজ ইব্রাহিম এর কথা বিশ্বাস করে নগদ ২ লাখ টাকা প্রদান করে। এর কিছুদিন পর গুপ্তধন উদ্ধারে ভিকটিমের পরিবার থেকে আরও দেড় লাখ টাকা হাতিয়ে নেয়।

এরপর কবিরাজ ভিকটিমের বাড়ির পাশে একটি খোলা মাঠ হতে মাঠি খনন করে ১টি ছোট তালা, ১টি ছোট পুতুলের ন্যায় মূর্তি এবং ৩টি পিতলের ঘটি বের করে এবং আরও গুপ্তধনের আশ্বাস দিয়ে আবারও দেড় লাখ টাকাসহ মোট ৫ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে গুপ্তধন না পেয়ে মঙ্গলবার (১৯ এপ্রিল) ভিকটিম ও তার পরিবার কবিরাজের বাসায় গিয়ে প্রতারণামূলকভাবে হাতিয়ে নেওয়া টাকা ফেরত চাইলে ইব্রাহিম তাদের বেঁধে রাখার জন্য লোকজন ডাকে এবং তাদের আধ্যাত্বিক ক্ষমতা দিয়ে ধ্বংস করবে বলে হুমকি প্রদান করে। তখন ভিকটিমের পরিবার রাস্তার পাশে র‌্যাবের টহলরত গাড়ি দেখে তাদের বিষয়টি জানালে র‌্যাব-৭ হালিশহরের বৌ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইব্রাহিম ও তার দুই ‘বোতলবন্দি জিন’কে আটক করে। এসময় তার কাছ থেকে প্রতারণামূলক বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

র‌্যাবের সিনিয়র সহকারী-পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে একজন ‘ভুয়া কবিরাজ’। সে প্রতারণার মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে তাবিজ-পানি পড়াসহ বিভিন্ন কৌশলে টাকা ছিনিয়ে নেয়। এছাড়া ইব্রাহিম অসহায় নারীদেরকে ‘আধ্যাত্বিক ক্ষমতার ভয়’ দেখিয়ে তাদের ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করতো। আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট