পলাশ সেনঃ
গত বছরের ১১ জুন বিনামূল্যে কবর দেওয়ার সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে কালামিয়া বাজার বড় মৌলভী কবরস্থানে সন্ত্রাসীদের গুলাগুলির ঘটনার প্রতিবাদে ওইদিনকে কালো দিন আখ্যায়িত দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) দুপুরে জুমার নামাজ শেষে বড় মৌলভী কবরস্থান সংলগ্ন এলাকায় মধ্যম বাকলিয়া সমাজকল্যাণ ও উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে ১৮নং বাকলিয়া থানা আওয়ামী লীগের সভপতি ও সংগঠনের সভাপতি আহমেদ ইলিয়াছ বলেন, কবরস্থান খেকো ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বাকলিয়ার মানুষ জেগে উঠেছে। বাকলিয়ায় চাঁদাবাজদের কোন স্থান নেই। কবরস্থান-মসজিদ পবিত্র জায়গা। ধর্মীয় এইসব স্থাপনায় কেউ আবার চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করার চেষ্টা করলে আগামীতে এলাকাবাসী তার সমুচিত জবাব দিবে।
সংগঠনের সেক্রেটারি মহসিন সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানিয়ে বলেন, কবরস্থান নিয়ে আর কোন চাঁদাবাজি চলবে না। গত বছরের ১১ জুনের ঘটনায় যারা গুলিবিদ্ধ হয়ে এখনো শারীরিক কষ্ট পাচ্ছেন তাদের পাশে আমদের সংগঠন ও এলাকাবাসী পাশে আছে।
এতে আরো বক্তব্য রাখেন সাওবান,মনিরুজ্জামান,আমিনুল হক রাজু,সাইফুল্লাহ মাহমুদ,মোহাম্মদ ইস্কান্দার। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগন সহ শতাধিক তরুন ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply