আজকে মন্ত্রী পরিষদ বৈঠকে সিদ্ধান্ত।
১। রোজায় অফিস সকাল ৯টা-বিকাল ৩:৩০টা পর্যন্ত।
২। সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়বে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার।
৩। বইমেলা বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত খোলা গণপরিবহন বন্ধ থাকায়,দর্শনার্থীদের রিকশা করে মেলায় যাওয়ার পরামর্শ-জনপ্রশাসন মন্ত্রী মহোদয়ের।
৪। করোনার কারণে মসজিদে ইফতার ও সেহরির আয়োজন নয়।
মসজিদে হ্যান্ড স্যানিটাজার,সাবান সহ হাত ধোয়ার ব্যবস্হা থাকতে হবে।
সবাইকে মাস্ক পড়তে হবে,ওযু ও সুন্নাত নামাজ বাসায় পড়ে আসতে হবে।
জায়নামাজ নিয়ে আসতে হবে,নিশ্চিত করতে হবে সামাজিক দূরত্ব।
শিশু,বৃদ্ধ ও অসুস্থ ব্যাক্তিরা জামায়াতে অংশ নেয়া থেকে বিরত থাকবেন।
সূত্রে-চ্যানেল২৪ অনলাইন।
Leave a Reply