পলাশ সেনঃ
আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে বিগত বছরের মতো এবারও পশ্চিম বাকলিয়া ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম আলহাজ্ব এ.কে.এম জাফরুল ইসলামের স্মরণে সাবেক কাউন্সিলর এ.কে.এম আরিফুল ইসলাম ডিউকের উদ্যোগে মাস্টার জাফর সৃতি সংসদের আয়োজনে ঈদপূর্ণমিলন অনুষ্ঠিত হয়।
মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব এ.কে.এম আরিফুল ইসলাম ডিউক।
ঈদ পুনর্মিলনীতে আসা সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে, মানবিকতা ও সংস্কৃতিতেও নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এবং সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই এই আয়োজনের মূল লক্ষ্য। তরুণদের মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলাই পারে তরুণদের মাদক, ইভটিজিং ও অন্যান্য সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে। তাই আমন্ত্রিত অতিথিরা মাস্টার জাফর স্মৃতি সংসদের উদ্যোগে বিগত বছরের ন্যাই এ বছরও ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজনের আহ্বান করেন।
এসময় অত্র এলাকার সমাজের জ্ঞানীগুণী ব্যক্তি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে পার্শ্ববর্তী এলাকার তরুণ সংগঠক ও ক্লাব ভিত্তিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply