প্রেস বিজ্ঞপ্তিঃ
দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক সাক্ষরিত আগামী ১ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ পটিয়া উপজেলা শাখার কমিটিতে মোহাম্মদ কায়ছার হামিদকে পটিয়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে মনোনীত করেছেন। এ নিয়ে কায়সার হামিদ বলেন, স্কুল জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগকে ভালোবেসে এসেছি এবং দলের প্রয়োজনে যখন যে নির্দেশনা আসত তা পালন করার চেষ্টা করেছি। করোনা মহামারীতে আমি বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব কালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের কর্মসূচি মোতাবেক, হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি মহোদয়ের অনুরোধে, ছাত্রলীগ ভাইদের নিয়ে কামলা সংকটে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়াসহ বিভিন্ন বির্পযয়ে মানবিক কাজ করেছি যাহা আমার ফেসবুক ও ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দের ফেইসবুক আইডি থেকে প্রচার করে অন্যকে উৎসাহিত করেছি। আগামীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার লক্ষ্যে শিক্ষার্থী ও অবহেলিত মানুষের পাশে থেকে শিক্ষা ও সমাজ উন্নয়ন বান্ধব কর্মসূচির মাধ্যমে কাজ করে যাবো এই আশা রাখছি।
Leave a Reply