লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশ। লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম সিটির ২০২১-২০২২ সেবা বর্ষের প্রথম মিটিং সংগঠনের জেনারেল সেক্রেটারি লায়ন চৌধুরী আনোয়ারুল আজিমের সঞ্চালনায় ও প্রেসিডেন্ট লায়ন দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় স্হানীয় একটি রেস্টুরেন্টে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চার্টার প্রেসিডেন্ট লায়ন নবীউল হক সুমন,
সভায় উপস্থিত ছিলেন আইপিপি লায়ন জাহাঙ্গীর উদ্দিন,ট্রেজারার লায়ন ইমাজ উদ্দিন, লায়ন নবাব হোসেন মুন্না, লায়ন নুরুল আবছার চৌধুরী, লায়ন জাহেদুল করিম বাপ্পী,লায়ন নিশি আক্তার, লায়ন ইকবাল, লায়ন বাবলু, লায়ন ফারজানা ও লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ। সভায় নতুন কমিটি গঠন,
ডিউজ কালেকশন ও নতুন সেবা বর্ষের মানবিক কর্মপরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।
Leave a Reply