আজ ১২-১১-২০২১ইং শুক্রবার বিকাল ৪.০০টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ছগিরাপাড়ার ঐতিহ্যবাহী সংগঠন হযরত ইমাম হাসান হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহুমা একতা সংঘের উদ্যোগে ও ছগিরাপাড়ার ওয়েলফেয়ার সংগঠন আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস সবুর সিদ্দীকী রাহঃ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় প্রত্যেক বছরের ন্যায় এবছরও এস,এস,সি ও দাখিল -২০২১ইং পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিলে আয়োজন ও পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
একতা সংঘের সহ-সভাপতি মাওলানা এহেসান উদদীনের সঞ্চালনায় একতা সংঘের সিনিয়র সহ-সভাপতি জনাব মাওলানা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এতে মেহেমান হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী ছগিরাপাড়া জামে মসজিদের খতিম হাফেজ মাওলানা মাহমুদুল হক সাহেব।
অনুষ্টানের বক্তারা বলেন- কোমলমতি তরুণ শিক্ষার্থীরা আগামীর কর্ণধার। তারা যোগ্য ও সুনাগরিক হয়ে গড়ে উঠলে সমাজ ও দেশ সুন্দর এবং উন্নত হবে। সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া -মুনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন শাজারিল আউয়াল শিফাইন, আব্দুল্লাহ আফনান, মুহাম্মদ রাকিব, মুহাম্মদ ওয়াহিদ, মুহাম্মদ আযম প্রমূখ।
Leave a Reply