আসিফ ইকবালঃ
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে নারী নেত্রী,কথাসাহিত্যিক, একাত্তরের ঘাতক বিরোধী অান্দোলনের অন্যতম যোদ্ধা শহীদ জননী জাহানারা ইমামের ২৭ তম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘চেতনার অগ্নিশিখা জাহানারা ইমাম’ শীর্ষক সাহিত্য সন্ধ্যা গত ২৮ জুন ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক অাসিফ ইকবাল, সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,সঙ্গীতশিল্পী শিক্ষিকা সঙ্গীতা চৌধুরী, কাকলী দাশগুপ্তা, আবৃত্তিশিল্পী সোমা মূৎসূদ্দী,মণীষা দাশ বৃষ্টি, সুমন চৌধুরী, এস.এম.লিয়াকত হোসেন,সুর্য মূৎসূদ্দী কিংসুক, শিহাব রহমান, বাবলা দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন
বিশিষ্ট লেখিকা,কথা সাহিত্যিক,যুদ্ধাপরাধী ঘাতক
দালাল বিরোধী আন্দোলনের কর্ণধার, আমাদের
চেতনার বাতিঘর,শহীদ জননী জাহানারা ইমাম।দেশের প্রগতিশীল আন্দোলনের সন্মুখসারীর যোদ্ধা এই মহীয়সী নারী। যাঁর কর্মপ্রয়াস এখনো আমাদের উদ্বুদ্ধ করে,প্রাণিত করে সত্য ও ন্যায়ের পথে চলার।
Leave a Reply