ফটিকছড়ি মধ্যে “শ্রেষ্ঠ যুব সংগঠন” হিসেবে স্বীকৃতি পেয়েছে ফটিকছড়ি পৌরসভার ঐতিহ্যবাহী বহুমুখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এস এম সি আদর্শ সংঘ।
ফটিকছড়ির এই রেজিস্ট্রেশনকৃত সংগঠনটি সামাজের ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত মানুষকে সহায়তা সহ অসহায় মানুষের দুর্দিনে তাদের সর্বপ্রকার আর্থিক সহায়তা, ত্রাণ চিকিৎসা সেবা, দেশের সকল রাষ্ট্রীয় অনুষ্ঠান পরিচালনায় উপজেলা প্রশাসনের পাশে থাকতে দেখা বহু বছর ধরে।
এইসব কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ সমগ্র ফটিকছড়ির মধ্যে “শ্রেষ্ঠ যুব সংগঠন” মনোনীত করায় ক্লাবের সভাপতি সাংবাদিক ফখরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মানবাধিকার সংগঠক ইঞ্জিনিয়ার আরফান চৌধুরী আপেল ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারী এম, পি মহোদয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি মহোদয়, অত্র ক্লাবের সাবেক সফল সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন মহোদয়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুননাহার মুক্তা মহোদয়, যুব উন্নয়ন অফিসার তানবীর আহাম্মদ সিদ্দিকি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি।
Leave a Reply