মোহাম্মদ নোমানঃ
করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে দশম দিনের মত অভিযান অব্যাহত রয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসনের।
শনিবার (১০জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিট্রেট শরীফ উল্যাহ। অভিযানে মডেল থানা পুলিশ ও র্যা ব সদস্যরা সহায়তা করেন।
অভিযানে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিধিনিষেধ অমান্যকারীদের জরিমানার পাশাপাশি মাইকিং করে জনসচেতনতা বৃদ্ধি করা হয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিট্রেট শরীফ উল্যাহ জানান, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন। আজ ১২ টি মামলায় ১০০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মানাতে ও জনসচেতনতার লক্ষ্যে ব্যাপক মাইকিং করা হয়। হাটহাজারী পৌরসভা, মিরেরহাটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়। সরকারি নির্দেশনা অমান্য করায় হাটহাজারী পৌরসভার কলেজ গেট সংলগ্ন রহমানিয়া হাইপার শপকে ৫০০০/-, কাচারি রোডে বন্ধু স্টোরকে ১০০০/- মিরেরহাটে মেম্বার হোটেলকে ভেতরে কাস্টমার বসিয়ে খাবার বিক্রি করায় ২০০০/- অর্থদণ্ড করা হয়। এছাড়া বিধিনিষেধ অমান্য করে মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় ও কিছু লোককে মাস্ক ব্যবহার না করায় জরিমানা করা হয়।
তিনি আরো জানান, বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে মানুষ মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি মানতে অনীহা। যা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়া অনেক জায়গায় প্রশাসনের উপস্থিতে সচেতনতা দেখা গেলেও পরে তা আর মানছেনা কেউ। এভাবে চলতে থাকলে করোনার ভয়াবহ বা সংক্রমন বাড়ার সম্ভাবনা রয়েছে। তিনি সকলের প্রতি স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সাথে চলাচল করার আহবান জানান।
জনসচেতনায় ও সরকারী নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply