মোঃ তারেকঃ
কারিতাস বাংলাদেশ কর্তৃক মানব পাচারে শিকার ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে প্রাণ গ্রুপের ত্রাণ সামগ্রী উপজেলার বিভিন্ন ইউনিয়ানে কারিতাস আশ্বাস প্রকল্প চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে সাতকানিয়া আমিলাইষ ইউনিয়ন পরিষদ হল রুমে ১৩ জুলাই ২০২১ মঙ্গলবারে ত্রান বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ৫ নং আমিলাইষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম হানিফ, কারিতাস আশ্বাস প্রকল্প চট্টগ্রামের সমন্বয়কারী বাবু শ্যামল মজুমদার, ইউনিয়ন পরিষদের সচিব পলাশ পাল, কারিতাস সাতকানিয়া উপজেলার ফিল্ড কর্মকর্তা হাসান আলী, কারিতাস সাতকানিয়া উপজেলার সিটিআইপি অ্যাক্টিভিটি ও অনলাইন সংবাদ শ্রমিক জিয়াবুল হোসেন তারেক সহ।
করোনা ও লকডাউন লগ্নে কারিতাসও থেকে মেই,সারাদেশে বিভিন্ন অঞ্চলে ছুটে চলছে কারিতাসের টিমও, মানব পাচারে শিকার,ক্ষতিগ্রস্ত আসহায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভুক্তভোগীও উপস্থিত ছিলেন । প্রমুখ
Leave a Reply