চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলা সংগীতজগতের অন্যতম দিকপাল, পঞ্চকবির একজন, কান্তকবি রজনীকান্ত সেন’র ১৫৬তম জন্মজয়ন্তীতে “মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই” শীর্ষক সাহিত্য ও সাংস্কৃতিক সন্ধ্যা
গত ২৬ জুলাই রাতে ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ। সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনা গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের বাচিকশিল্পী তপতী ভুঁইয়া, শীলা,শ্বাশতী ভট্টাচার্য, আসামের বাচিকশিল্পী শীলাদীত্য রায়, রাজনীতিবিদ মফিজুর রহমান সংগীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দি লোপা,মীকাতুন জান্নাত মিকাত,কাকলী দাশ গুপ্তা,সঙ্গীতা চৌধুরী,সাংস্কৃতিক ব্যক্তি সুজিত কুমার দাশ,শিক্ষক বিজয় শংকর চৌধুরী,আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, সুমন চৌধুরী, কাব্য দাশ,সুর্য মূৎসূদ্দী কিংসুক প্রমুখ। সভায় বক্তারা বলেন রজনীকান্ত সেন প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার হিসেবে বাঙালি শিক্ষা-সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন। দ্বিজেন্দ্রলাল রায়ের সমসাময়িক এই গীতিকারের গানগুলো খুবই জনপ্রিয়। ঈশ্বরের আরাধনায় ভক্তিমূলক ও দেশের প্রতি গভীর মমত্ববোধ বা স্বদেশ প্রেমই তাঁর গানের প্রধান বৈশিষ্ট্য ও উপজীব্য বিষয়।
Leave a Reply