 
							
							 
                    
আব্দুল সাত্তার টিটু:
সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষের মাঝে চট্টগ্রাম ওয়াসা কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে গতকাল শনিবার জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, চাউল, চিড়া, গুড়, মোমবাতি, গ্যাসলাইট, স্যালাইনসহ ঔষুধ বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, উক্ত ত্রাণ সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণের জন্য চট্রগ্রাম ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম ফজলুল্লাহ সহ উর্দ্ধতণ কর্মকর্তাগণ চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের নিকট হস্তান্তর করেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ- সাধরণ সম্পাদক খোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক, মোঃ রুহুল আমিন, প্রচার সম্পাদক এসকান্দর মিয়া, ক্রীড়া সম্পাদক মাহবুব,সদস্য রেজোয়ান,মোঃ জাকারিয়া, আনোয়ার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
 
	                                         
 
	                                        
Leave a Reply