মোঃ আলাউদ্দীন,সীতাকুণ্ড চট্টগ্রামঃ
করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।
শনিবার (৩১ জুলাই) এ সংক্রান্ত একটি পত্র এনজিওগুলোর ব্যবস্থাপক বরাবর পাঠিয়েছেন সীতাকুণ্ড উপজেলার নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাংসদ, চট্টগ্রামের জেলা প্রশাসক, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবরও এ পত্র পাঠানো হয়েছে।
পত্রে সীতাকুণ্ড উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জন সমাগম এড়ানোর লক্ষ্যে এ উপজেলায় এনজিও আওতাধীন বিতরণকৃত ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় কার্যক্রম পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ রাখার জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন।
Leave a Reply