মোঃ আলাউদ্দীন, সীতাকুন্ড চট্টগ্রামঃ
সীতাকুণ্ডে বিদুৎ স্পৃষ্টে আকিবুর রহমান আসিফ (২০) নামে এক ইলেক্ট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।
নিহত আসিফ সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ কেদারখীল ভূঁইয়া বাড়ির মোঃ মোজাম এর পুত্র।
জানা যায়, ১২ আগষ্ট বৃহস্পতিবার সকালে কুমিরার মদীনা মার্কেটে কাজ করতে গিয়েছিলেন আসিফ। সেখান থেকে সন্ধ্যায় কাজ শেষ করে আসার পূর্বে ওই মার্কেটেই হঠাৎ বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে মাটিতে পড়ে যায় সে। এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই হাবিব বলেন, বৈদ্যুতিক শর্টে যুবকের মৃত্যু হয়েছে। ডাক্তারী পরীক্ষাসহ যাবতীয় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply