আব্দুল সাত্তারঃ
সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় অসহায় ও দূর্গত সাধারণ মানুষের মাঝে বিতরণের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রেরিত দুই হাজার প্যাকেট শুকনো খাদ্য সমাগ্রী আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের নিকট হস্তান্তর করা হয়। চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর প্রেরিত এই খাদ্য সমাগ্রী ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসীম ও আবদুস সালাম মাসুমের টিম জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন। জেলা প্রশাসন এই খাদ্য সমাগ্রী বন্যায় দূর্গত অসহায় জনসাধারনের মাঝে বিতরণ করবেন।
খাদ্য সামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর মেহেদী হাসান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ প্রমুখ।
Leave a Reply