নিজস্ব প্রতিবেদকঃ
শুক্রবার ১৭ সেপ্টেম্বর নগরীর লালখান বাজার অস্থায়ী কার্যালয়ে সেইভ দ্যা হাঙ্গার পিপল এর কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান বাংলাদেশ মহিলা শ্রমিক লীগ’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সোহেল হক, লায়ন মোঃ আবু ছালেহ্, মোহাম্মদ আবদুল নুর, মুরাদ হোসেন, সোহেল রানা, ইব্রাহীম মুন্সী প্রমুখ।
সভায় সংগঠনকে গতিশীল করার জন্য কমিটি গঠন এবং গঠনতন্ত্র প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য সেইভ দ্যা হাঙ্গার পিপল ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয়। এই সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক। গরীব, দুস্থ ও অসহায়দের সহযোগিতা করাই এই সংগঠন লক্ষ্য ও উদ্দেশ্য।
উল্লেখ্য প্রতিষ্ঠার পর হতে সংগঠনের পক্ষে প্রতি মাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খাদ্য সহায়তা, খাবার বিতরণ, আর্থিক সহায়তা, বস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
তারই ধারাবাহিকতায় সংগঠনের কার্যক্রম আগামীতে আরো বিস্তৃত করার জন্য সংগঠনের চেয়ারম্যান সবার প্রতি আহ্বান জানান।
Leave a Reply