প্রেস বিজ্ঞপ্তিঃ
এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর সিনিয়র যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট সমাজ সেবক সেলিম আহমেদ রাজুর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী।
উল্লেখ্য যে, দীর্ঘদিন যাবত মরন ব্যাধী ক্যান্সার এর সাথে জীবন যুদ্ধে লড়াই করে গত ২৫ মে রোজ শনিবার ভোরে মহাখালিস্থ নিজ বাসভবনে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার এই মৃত্যুতে পরিবার সহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বইছে শোকের ছায়া।
তার এই মৃত্যুতে শোক জানিয়ে তার কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী বলেন – সেলিম আহমেদ রাজু ছিলেন প্রকৃত একজন মানব দরদি, যেখানে মানুষের কষ্ট দেখতেন সেখানেই তিনি ছুটে যেতেন, তার কাছে ধনী-গরীব, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান ছিলেন, তার এলাকার মানুষের বিপদে আপদে সবার আগে ছুটে যেতেন তিনি।
তিনি আরও বলেন, তার এই মৃত্যু আসলেই কষ্টদায়ক, আমরা একজন প্রকৃত মানব দরদী মানুষ কে হারিয়েছি। মহান আল্লাহ্ যেনো তাকে তার অসংখ্য কাজের মধ্যে ভালো কাজের উছিলায় জান্নাতের মকাম দান করেন- আমিন।
Leave a Reply