স্বপ্নজয়ের পদ্মা সেতু ভাবনা
-নুর আলম সিদ্দিকী
একজন গর্ভধারিণী মা যেমন বুঝতে পারেন তার সন্তানের প্রস্রবের বেদনা কতটা কষ্টের ঠিক পদ্মা সেতুর গুরুত্ব দক্ষিণাঞ্চলের ২১ জেলার ৫ কোটি মানুষরা একমাত্র বুঝতে পারবে।
এই সেতুর নির্মানের মাধ্যামে দক্ষিণাঞ্চলে মানুষ গোটা বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্কে আওতায় এসেছে।
বাংলাদেশের ভিবিন্ন পেশাশ্রেণীর মানুষ রাজনৈতিক সংগঠনের নেতাদের উচিত বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি শ্রদ্ধা ভালবাসা অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করা।
যে জাতি কৃতজ্ঞতার কৃতজ্ঞ স্বিকার করতে জানে না সে জাতি কখনও উন্নতির শিখড়ে পৌঁছাতে পারে না।
এখন থেকে পদ্মা সেতু নিয়ে যারা মিথ্যাচারের রাজনীতি করবে আমি মনে করি এরা দেশের শত্রু জাতির শত্রু এরা দেশদ্রোহী এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন।
দেশরত্ন শেখ হাসিনা চাইলে এই সেতু নিজের নামে নামকরণ হতে পারতো কিন্তুু বঙ্গবন্ধু কন্যা তা করেননি।
যেখানে মিথ্যা অপবাদে গোটা পরিবারের সন্মানহানী হয়েছে সেই জায়গায় নাম না থাকায় উচিত মনে করেন মাননীয় প্রধানমন্ত্রী।
পদ্মা নদী বাঙালির ঐতিহ্য এই ঐতিহ্য নামটি যেনো মুছে না যায় তাই তো পদ্মার নামে পদ্মা সেতু নামকরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনায় দূরদর্শিতা এবং বিচক্ষণতা কারণে গোটা বিশ্বে বিশ্ব নেতাদের কাছে আজ সমাদৃত হয়েছেন এবং তাকে অনেক দেশ আজ অনুকরণ করছে।
বাঙালির জন্য গর্ব এবং গৌরবের।
একজন রাষ্ট্র প্রধানের রাষ্ট্র পরিচালনায় যে অপরিসীম জ্ঞান মেধাসম্পন্ন দূরদর্শিতা সৎ থাকতে হয় তা জাতিরপিতার কন্যা শেখ হাসিনাকে অনুকরণ করলে
সবকিছু স্পষ্ট হয়ে ওঠে।
যদি কাগজে লিখ নাম, কাগজ ছিঁড়ে যাবে
পাথরে লিখ নাম, পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লিখ নাম, সে নাম রয়ে যাবে
জাতিরপিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নাম বাঙালির হৃদয়ে লেখা থাকবে যুগ থেকে যুগান্তর।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
নুর আলম সিদ্দিকী
সভাপতি
পটিয়া পৌরসভা আওয়ামী যুবলীগ
চট্টগ্রাম দক্ষিণ।
Leave a Reply