আনিসুর রহমানঃ
২৬ শে মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে চট্টগ্রামে দিনব্যাপী জন সচেতনতামূলক কর্মকান্ড অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জাবেদুল আযম মাসুদ বলেন,
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের উন্নত-সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে “জাতি সুস্থ থাকলে সুস্থ থাকবে দেশ, গড়বো মোরা পিতা মুজিব আদর্শের শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে আমাদেরকে।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য জাবেদুল আযম মাসুদের নির্দেশনায় চট্টগ্রামস্থ মুরাদপুর পি এইচ টি সেন্টার সমাজ কল্যান মন্ত্রণালয়ের (তত্ত্বাবধায়ক)সহকারী পরিচালক আফতাব উদ্দিন চৌধুরী কাছে শতাধিক ফুল ও ফলের চারা গাছ হস্তান্তর করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা ও জাতির বীর শ্রেষ্ঠসন্তানদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন,জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষ রোপন ও করোনা সচেতনতামূলক সাধারন জনগনের মাঝে বিনামূল্যে মাস্ক সেনিটাইজার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা সোলাইমান খান নয়ন, আনোয়ার হোসেন, আজগর আলী মিন্টু, নাজিম আহমেদ,শেখ মোঃ আকবর আলী, নুরুল আলম, শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ্ রেজয়ানুল করিম রূমন , দেলোয়ার হোসেন, মোজাম্মেল হক, লায়ন সালাহ্উদ্দিন সামির, সালাউদ্দিন টিপু, হায়দার, সোহেল। এছাড়াও নগর ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন, মানিক, জিকু দেব নাথ চিটাগাং টেকনিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি জয় দাশ গুপ্ত ও সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দিন প্রমুখ।
Leave a Reply