৩ রা এপ্রিল ১ লা রমজান রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব চত্বরে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের বিরুদ্ধে ৩০ টাকা ভর্তুকি দিয়ে তেল বিক্রির মাধ্যমে প্রতিবাদ জনানোর লক্ষ্যে এই অভিনব উদ্যোগ গ্রহন করেন যশোরের দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান।
১ লা রমজানের এই কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলী।
এই সময় উদ্বোধনী বক্তব্য তিনি বলেন, সারা বিশ্বে যখন রমজান মাস এলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে রোজাদার দোয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের ব্যবসায়ীরা ব্যস্ত থাকে। কিন্তু আমাদের বাংলাদেশের ব্যবসায়ীদের চিত্র উল্টো তারা অন্য মাসের চেয়ে দ্বিগুণ বাড়িয়ে দেন যা খুবই জঘন্যতম কাজ। তিনি আরও বলেন আজ যশোরের মিজান যে একটি মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন সেটা খুবই প্রশংসার দাবিদার। এই কাজের প্রতিফলন হিসেবে অসাধু ব্যবসায়ীদের টনক নড়বে বলে আশা করেন তিনি।
এই সময় আরও উপস্থিত ছিলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ মোঃ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী প্রমুখ।
এই সময় এই কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা ব্যক্ত করেন এর প্রধান উদ্যেক্তা মিজানুর রহমান।
Leave a Reply