
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া অসচ্ছল বিধবা এবং অসহায় নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করে যাচ্ছে ২০২০ সাল থেকে।
আজ ২২ জানুয়ারি ২৬ইং আয়োজিত এ কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকার নির্বাচিত কয়েকজন বিধবা ও অসহায় নারীদের মধ্যে চৌদ্দতম বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
এর মাধ্যমে উপকারভোগীরা ঘরে বসেই সেলাই কাজ করে আয় করার সুযোগ পাবেন, যা তাদের পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তোজ্জমল হোসেন বলেন, সমাজের নারীরা যদি স্বাবলম্বী হতে পারে, তবে পুরো পরিবার ও সমাজ উপকৃত হয়। শুধু এককালীন সহায়তা নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই কর্মসংস্থানের মাধ্যমেই অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। সেই লক্ষ্যেই সংগঠনটি নিয়মিতভাবে শিক্ষা সহায়তা, মানবিক সাহায্য, রক্তদান কর্মসূচি ও কর্মসংস্থানমূলক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।
আদর্শ ছাত্র ও যুব সমাজের উপদেষ্টা কবির শাহ্ দুলাল জানান, বিধবা ও অসহায় নারীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও নানা প্রতিবন্ধকতার কারণে তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েন। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে এসব নারীর নিজস্ব আয়ের পথ তৈরি হবে, তারা আত্মসম্মান নিয়ে জীবন পরিচালনা করতে পারবেন এবং সমাজে তাদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগী নারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন। সেলাই মেশিন পাওয়ায় এখন তারা নিজেরাই কিছু উপার্জনের স্বপ্ন দেখতে পারছেন।
এ মানবিক উদ্যোগের জন্য তারা আদর্শ ছাত্র ও যুব সমাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় সংগঠনের পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সভাপতি মোক্তার হোসেন সাইমন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম, কার্যনির্বাহী সদস্য মোঃ আসিফ, সদস্য ফয়সাল সহ অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply