(আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স ক্লাব অব পটিয়ার সার্জেন্ট অ্যাট আর্মস,পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর আহবায়ক কমিটির সদস্য এপেক্সিয়ান এস এম আবু হেনা এর আম্মা জুহুরা বেগম (৭০) গতকাল ৭ অক্টোবর সকাল ৮ ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাহি রাজেউন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে এপেক্স বাংলাদেশ এর জাতীয় সভাপতি এপেক্সিয়ান এডভোকেট মনিরুল ইসলাম পান্না, সহ সভাপতি এপেক্সিয়ান নাসিম আহমেদ, সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান, ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপে. সৈয়দ মিয়া হাসান, পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর প্রধান সম্ময়কারী কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী, পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর আহবায়ক এডভোকেট জসীম উদ্দিন, সদস্য সচিব আনোয়ার হোসেন।
৭ অক্টোবর বাদে এশা পটিয়া উপজেলার উত্তর কচুয়াই শেখ মোহাম্মদ পাড়া জামে মসজিদ ময়দানে মরহুমার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
যানাজায় চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের বোর্ড সদস্য ইন্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, পটিয়া স্টেশন রোড ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম সওদাগর, মরহুমার পুত্র ডাক্তার আবদুর গফুর, এস এম আবু হেনা, এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল এক্সকিউটিভ সেক্রেটারি এপে. লিয়াকত আলী, এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম, সিনিয়র সহ সভাপতি এপে. জসিম উদ্দিন, সহ সভাপতি এপে. আরিফ খান, ডিস্ট্রিক্ট ৩ এডিটর এপে. মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, পটিয়া ক্লাবের ট্রেজারার এপে. মোরশেদুর রেজা, ফ্লোর মেম্বার এপে.নাঈম উদ্দিন আলমদার, এপে. আলী কদর জীবন, মো: রাশেদ, এস এম শাহেদ,নোমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
Leave a Reply