২৩ অগাস্ট (শনিবার) আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বার আউলিয়া’র উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাটে সমাজে পিছিয়ে থাকা নারীদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সভাপতি ড. এস. এম হাসান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর ও অতীত জাতীয় সভাপতি মো. রিজওয়ান শাহিদী, এপেক্স বাংলাদেশ জেলা–৩ এর গভর্নর সৈয়দ মিয়া হাসান, ও এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় সেবা পরিচালক এস. কে দত্ত অনুপ।
আরও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চিটাগংয়ের সদ্য অতীত সভাপতি এপে.মুহিউদ্দীন চৌধুরী জিকু, এপেক্স ক্লাব অব চিটাগাং এর সভাপতি এপে. যিকরুল হাবিবিল ওয়াহিদ, সিনিয়র সহ সভাপতি এপে. আবু বকর তামিম, জুনিয়র সহ সভাপতি এপে. কামাল উদ্দিন খান , সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটরএপে. হাবিবুন্নবী আশিকুর রহমান (আশিক), ট্রেজারার এপে. মোহাম্মদ তৌফিকুল হাসান, এপেক্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর সদ্য অতীত সভাপতি এপে. অ্যাডভোকেট আদনান বার আউলিয়া ক্লাবের প্রেসিডেন্ট রানা দাসসহ ক্লাবের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, “অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সহযোগিতা করা একটি ইবাদতস্বরূপ কাজ। এপেক্সিয়ানরা সবসময় সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিতা মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছেন ” এ সময় দেশব্যাপি চলমান ‘সেলাই মেশিন বিতরণ কর্মসূচির অংশ হিসেবে একজন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply