২০২৬ বর্ষে (আন্তর্জাতিক সেবা সংগঠন) এপেক্স বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান মানবতার উজ্জ্বল দৃষ্টার্ন্ত দেশ বিদেশের এপেক্স অংঙ্গনের পরিচিত মুখ এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান।
তিনি ২০২৪ এ এপেক্স বাংলাদেশের সদ্য জাতীয় অতীত সেবা পরিচালক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন ও দেশব্যাপি এপেক্স বাংলাদেশের নেতৃত্ব বিকাশে অনন্য ভূমিকা পালন করেছেন।
তিনি একাধারে সমাজ পরিবর্তনে, শিক্ষা বিস্তারে, নানাবিদ প্রকল্পের মাধ্যমে নিজ অর্থায়নে সার্বিক ব্যবস্থা গ্রহণ করে অবদান রেখে চলেছেন।
এক কথায় মানব সেবায় যার কাছে বড়ই ধর্ম।
সমাজ ও দেশ পরিবর্তনে এমন মানবিক মানুষ বর্তমানে খোঁজে পাওয়া বিরল।
এপেক্স বাংলাদেশের সদ্য অতীত সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান বলেন এপেক্স বাংলাদেশের গতিশীল নেতৃত্বকে বিকশিত করে নতুন ইতিহাস করার লক্ষে আমি ২০২৫ সালে ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলাম। সিনিয়র সম্মানিত এপেক্সিয়ানদের আন্তরিকতা ও সুন্দর এপেক্স বাংলাদেশ গড়তে আমি নির্বাচন হতে সরে দাড়িয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমাদের প্রিয় এপেক্সিয়ান নাসিম আহমেদ ভাইকে নির্বাচিত করে নেতৃত্বের প্রতি সম্মান রেখেছি এবং আজ অবদী তা পালন করে চলেছি।
২০২৬ সালে আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলে এপেক্স বাংলাদেশের গতিশীল নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রেখে তৃণমূল পর্যায়ে এপেক্স অংঙ্গনকে আরও সমৃদ্ধিময় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তায় এপেক্স বাংলাদেশের সকল ক্লাবের দায়িত্বশীল ডেলিকেট এবং এপেক্স বাংলাদেশের ভোটার ভাই ও বোনেরা আমাকে মূল্যবান ভোট প্রদান করে কাজ করার সুযোগ দেওয়ার আহবান জানাচ্ছি।
এপে. নুরুল আমিন চৌধুরী আরমান একজন মানবিক দায়িত্বশীল, সাংগঠনিক, তৃণমূল পর্যায়ের এপেক্সিয়ানদের পরিচিত মুখ।
তিনি কর্ম দক্ষতা দিয়ে অতীতের ন্যায় বর্তমানেও ব্যাপক মানবিক কাজের মাধ্যমে সর্ম্পকের উন্নয়ন, শিক্ষা বিস্তারে নানা মুখী প্রকল্প গ্রহণ করে দেশব্যাপি এপেক্স অংঙ্গনকে মুখরিত করে এগিয়ে যাচ্ছেন।
তিনি সকলের আন্তরিকতা ও ভালবাসায় অভিভূত। সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী ২০২৬ সালে তাকে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট পদে গুরুত্বপূর্ণ ভোট প্রদান করে এপেক্স বাংলাদেশকে আরও গতিশীল নেতৃত্ব সৃষ্টির্র সুযোগ দেওয়ার আহবান জানান তৃনমুল পর্যায়ের এপেক্সিয়ানরা।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply